আপনার প্রিয় স্মার্টফোনটিকে সিসি/ওয়েব ক্যামেরায় রুপান্তর করুন...

আসসালামু আলাইকুম।

আমরা কমবেশি সবাই ভিডিও কলে আড্ডা বা গুরুত্বপূর্ন কাজ করে থাকি।করোনার এই দুঃসময়ে আমরা সবাই গৃহবন্দি।বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা-প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্দ করে দেওয়া হয়েছে।এজন্য অনলাইন ক্লাস শুরু হয়েছে প্রায় প্রতিষ্ঠানেই।জুম বা অন্যান্য সফটওয়্যার এর মাধ্যমে অনলাইন ক্লাস করতে হচ্ছে অনেকেরই।

কিন্তু যদি আপনার ল্যাপটপ বা পিসির ওয়েব ক্যামেরা নষ্ট কিংবা নাই থেকে থাকে,তাহলে?কি ভাবছেন?কোনো ভাবাভাবির দরকার নাই টেকট্রিক বাংলা আপনার সাথেই ত আছে ,এত্ত চিন্তা কিসের।এবার ৩২ খানা দাত বের করে হাসতে থাকুন😁😁।চলুন, বকবকানি বাদ দিয়ে কাজে যাওয়া যাক-

যা যা লাগবেঃ 

👉একটি স্মার্টফোন।

👉একটি ল্যাপটপ বা পিসি।

👉দুটি ডিভাইসই একই ওয়াইফাই নেটওয়ার্ক এ কানেক্ট থাকতে হবে।

ধাপসমুহঃ

১। www.dev47apps.com এই ঠিকানায় প্রবেশ করুন।অতঃপর DroidCam client সফটওয়্যারটি ডাউনলোড করে ঝটপট ইন্সটল করে নিন।

২। প্লে-স্টোর থেকে আপনার ফোনে DroidCam অ্যাপ্লিকেশান টি ইন্সটল করুন।



৩। একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করুন পিসি এবং ফোন।

৪। ফোনে ড্রয়িডক্যাম অ্যাপ ওপেন করে পোর্ট নাম্বার এবং  আইপি এড্রেস পিসিতে থাকা ড্রয়িডক্যাম ক্লায়েন্ট সফটওয়্যারটিতে প্রবেশ করান।কাজ শেষ,অভিনন্দন।আপনার প্রিয় স্মার্টফোনটি এখন ওয়েবক্যামেরায় রুপান্তরিত হয়েছে।


৫। এবার স্টার্ট আইকনে ক্লিক করে উপভোগ করুন।

 

ড্রয়িডক্যাম ক্লায়েন্ট সফটওয়্যারটি ছাড়াও আপনি আপনার স্মার্টফোনটি ওয়েবক্যাম এ রুপান্তর করতে পারবেন।এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ

১। আপনার পিসিতে যেকোনো ব্রাউজার ওপেন করে এড্রেসবারে ফোনে থাকা ব্রাউজার আইপি ক্যাম এক্সেস এ থাকা পুরো লিংক হুবহু লিখুন।


২। কাজ শেষ।এন্টার করে উপভোগ করুন।


(কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টবক্সে জানান)


নোটঃ ইউএসবি দিয়েও কাজ করতে পারবেন।


আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।টেকট্রিকবাংলার সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।

No comments

Powered by Blogger.