তথ্য গোপন করুন কোনো সফটওয়্যার ছাড়াই...
আসসালামু আলাইকুম।
টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা
করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক.........
সাধারনত গুরুত্বপূর্ণ
পাসওয়ার্ড,ক্রেডিট-কার্ডের তথ্য বা স্পর্শকাতর যেকোনো তথ্য অন্যের হাতে যেন না
পড়ে,সে জন্য নিরাপত্তা খুবই জরুরি।থার্ড-পার্টি অনেক সফটওয়্যার দিয়েই তথ্য গোপনের
কাজটি সেরে ফেলা যায়।তবে আমরা উইন্ডোজ এর কমান্ড প্রোম্পট দিয়েই খুবই সহজেই তথ্যের
নিরাপত্তা নিশ্চিত করতে পারি।
কাজটি করার জন্য নিম্নের
ধাপগুলো অনুসরন করুনঃ
শুরুতেই যে তথ্যগুলো
গোপন করতে চান,সেগুলো একটি নোটপ্যাড টেক্সট ফাইল বা ওয়ার্ড ডকুমেন্টে লিখে রাখুন।
১। Win key + R একসঙ্গে
চেপে রান চালু করুন।এখানে cmd লিখে এন্টার চাপুন।
২। কমান্ড
প্রম্পট চালু হলে কমান্ড লাইনে F:(এখানে F: হলো ড্রাইভ এর নাম,যেখানে আপনি তথ্যগুলো গোপন
করবেন।) লিখে এন্টার চাপুন।
৩।এরপর কমান্ড লাইন এ “notepad
filename.txt:hiddenname.txt” (এখানে
filename
এর জায়গায় আপনার ফাইল নাম এবং hiddenname এর
জায়গায় ফাইলটির গোপন নাম লিখুন।এই গোপন নাম দিয়েই ফাইলটি পরে খুজতে হবে।তাই সতর্কতার
সাথে নামটি লিখুন) লিখে এন্টার চাপুন।
৪।এন্টার চাপলেই নিচের
মতো একটি বার্তা দেখাবে-
”Cannot find the….Do you want to create a new file?”
৫।এখন Yes
বাটন চেপে আগের তৈরি করা ফাইলের
তথ্যগুলো এখানে লিখে বা পেস্ট করে Crtl
+ S চেপে
নোটপ্যাড এর চলতি ফাইলটি সেভ করে নিন।এখন কমান্ড প্রম্পট কেটে দিন।ব্যাস কাজ শেষ।আপনার
তথ্যের নিরাপত্তা নিশ্চিত।
এখন তৈরিকৃত
ফাইলটি দেখতে চাইলে যে ড্রাইভে ফাইলটি সেভ করেছিলেন সেখানে যান।এবার তৈরি করা ফাইলটি
খুললে দেখবেন,এখানে কোনো তথ্য দেখাচ্ছে না।কি মজা!ফাইল এর তথ্যগুলো পুনরায় দেখতে
চাইলে আগের নিয়মে কমান্ড প্রম্পট চালু করে নিন।এরপর ড্রাইভ নাম (F:)
লিখে এন্টার করুন।এবার কমান্ড লাইনে তথ্য গোপনের জন্য যে কমান্ডটি লিখেছিলেন সেটি
হুবহু লিখে এন্টার চাপলেই সেভ করা ফাইল এর তথ্যগুলো দেখা যাবে।
আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে
হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।
মোঃ সাদিক হাসান।
No comments