বন্ধ করুন উইন্ডোজ আপডেট...



আসসালামু আলাইকুম।
টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক.........


                           
             বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল মাইক্রোসফট উইন্ডোজ।সারা বিশ্বে প্রায় ১.৫ বিলিয়ন মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে।যাই হোক কাজের কথাই আসি।উইন্ডোজ  এ স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করার সরাসরি কোনো অপশন দেওয়া হয় নি।এ জন্য অনেকের ঝামেলা পোহাতে হয়(যারা ডাটা কিনে নিয়ে ব্যবহার করেন তাদের এই সমস্যাটি বেশি বিরক্তির কারন।একটু পর দেখেন যে ডাটা শেষ হয়ে গেছে)।তবে ভিতর থেকে স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করা যায়।কাজটি করার জন্য নিচের নিয়ম অনুসরন করুনঃ

. প্রথমে স্টার্ট মেনুতে services লিখে ক্লিক করুন।




. এরপর services থেকে Windows Update এ গিয়ে Properties ক্লিক করুন।


. Startup type: থেকে Disabled সিলেক্ট করুন।অতঃপর apply ক্লিক করে বের হয়ে আসুন।


. অভিনন্দন,কাজ শেষ।এখন কম্পিউটার একবার বন্ধ করে চালু করুন।

বিঃদ্রঃ প্রক্রিয়াটি উইন্ডোজ ৭,উইন্ডোজ ৮/৮.১,উইন্ডোজ ১০ এর ক্ষেত্রে প্রযোজ্য।

আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।

মোঃ সাদিক হাসান।

2 comments:

  1. ধন্যবাদ, বন্ধু। এই পোস্ট আমার কাজে লেগেছে। আমার নিজের ব্লগ থেকে ঘুরে আসার আমন্ত্রন রইলো। https://suvashkumar.xyz

    ReplyDelete
    Replies
    1. Welcome, dear.Thanks for staying with techtrickbangla.

      Delete

Powered by Blogger.