আন্ড্রোয়েড এর পাওয়ার বাটন না চেপেই স্ক্রীন অন অফ করুন


আসসালামু আলাইকুম।

টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক..........

Tech Trick Bangla


বর্তমান প্রযুক্তির এই বিশাল যুগে সবার হাতেই একটি আন্ড্রয়েড ফোন থাকেই। আপনারও নিশ্চয়ই একটি আছে। স্ক্রীন অন অফ করতে গিয়ে আপনি আপনার শখের ডিভাইস এর পাওয়ার বাটন নিশ্চয়ই নষ্ট করতে নারাজ।অথবা আপনার পাওয়ার বাটন অলরেডি নষ্টের পথে।

    এই যদি হয় আপনার কাহিনিতাহলে সহজেই আমরা পাওয়ার বাটন না চেপেই স্ক্রীন অন অফ করতে পারি। আপনার ফোন একটু Shake (সহজ বাংলায় ঝাঁকি) করলেই স্ক্রীন অফ আবার Shake করলেই অন হবে।মজা না!

আসুন কাজের কথাই আসি।

১। প্রথমে Play Store ওপেন করে সার্চ বক্সে Smart Screen টাইপ করুনএরপর যথা-নিয়মে ইন্সটল করুন।

২। ইন্সটল শেষে অ্যাপটি ওপেন করুন। নিজের মতো করে সেটিংস্‌ গুলো সাজিয়ে নিন।



আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।

মোঃ সাদিক হাসান।

No comments

Powered by Blogger.