আন্ড্রোয়েড ফোনকে মডেম এ রুপান্তর করুন


আসসালামু আলাইকুম।

টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক..........

Tech Trick Bangla
আমরা কমবেশি সবাই ইন্টারনেট ব্যবহার করি।তবে কম্পিউটার এ ইন্টারনেট ব্যবহারের মজাই যেন আলাদা।কিন্ত কম্পিউটার এ ইন্টারনেট ব্যবহার করতে হলে মডেম বা ব্রডব্যান্ড সংযোগ দরকার হয়এর একটিও আপনার নেই।তাহলে তো সমস্যা হওয়ারই কথা।
 
       কেমন হয় যদি আপনার শখের আন্ড্রোয়েড ফোন দিয়ে মডেম এর স্বাধ গ্রহন করা যায়।হ্যা,ঠিকই বলছি।আমরা সহজেই কাজটি করতে পারি।কাজটি আমরা ৩ টি মাধ্যমে করতে পারি।

১। ডাটা ক্যাবল তারের মাধ্যমে
২। Bluetooth এর মাধ্যমে।
৩। Wifi এর মাধ্যমে।

ডাটা ক্যাবল তারের মাধ্যমেঃ 

1.আপনার আন্ড্রোয়েড ফোনটি Data Cable তারের মাধ্যমে কম্পিউটার এ সংযোগ দিন।

2. আপনার আন্ড্রোয়েড ফোন এর Settings থেকে More এ গিয়ে Tethering & portable hotspot এ ক্লিক করুন।

3. Usb tethering অন করে দিন। এখন আপনার কম্পিউটার ইন্টারনেট চালানোর জন্য প্রস্তুত।

4.Mobile Data On করে ইচ্ছেমতো ব্রাউজ করুন

ঠিক একই ভাবে আপনার কম্পিউটার Blutooth অথবা Wifi  সাপোর্টেড হলে Tethering & portable hotspot এ গিয়ে Bluetooth Tethering On  অথবা Portable Wifi hotspot On এর মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারেন।

আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।

মোঃ সাদিক হাসান।

No comments

Powered by Blogger.