ফেসবুকে বন্ধু তালিকা থেকে কেউ বাদ দিলে তা জানাবে আপনার ব্রাউজার...



আসসালামু আলাইকুম।
টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক.........

বর্তমান প্রযুক্তির যুগে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি।প্রায় ২০০(দুইশত) কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে।
Tech Trick Bangla
        ফেসবুক ব্যবহার করতে করতে দেখলেন হঠাৎ কেউ উধাও অর্থাৎ আপনাকে আনফ্রেন্ড মারছে।এই রকম ওনেকেই হয়তো আপনাকে আনফ্রেন্ড মেরেছে আপনি জানেনই না।কেমন হতো যদি কেউ আনফ্রেন্ড মারার সাথে সাথে আপনি তা জানতে পারতেন।হ্যা,এই কাজটি সহজেই করা যায়।

প্রথমেই আপনার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজার থাকতে হবে।

www.fbpurity.com ঠিকানায় গিয়ে ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজার এর জন্য এক্সটেনশন বা অ্যাড- অন্সটি ইন্সটল করতে হবে।

তাহলেই কেউ আপনাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিলে বা আনফ্রেন্ড করলে সাথে সাথেই জানিয়ে দিবে এই মজার প্রোগ্রামটিনিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে এর সেটিংগুলোশুধু আনফ্রেন্ড সংকেত পেতে deleted friend alerts অপশনটি অন করতে হবে। অন্যান্য অপশন অপ্রয়োজনিয় মনে করলে টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে।
বিঃদ্রঃএই মজার প্রোগ্রামটি  মাইক্রোসফট এজ,অপেরা ,সাফারি এবং ম্যাক্সথনের জন্যও কার্যকর।

আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।

মোঃ সাদিক হাসান।

2 comments:

Powered by Blogger.