সফটওয়্যার ছাড়াই পিডিএফ তৈরি করুন

আসসালামু আলাইকুম।

টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক..........

Tech Trick Bangla

মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ উইন্ডোজ এর নতুন একটি সুবিধা।এর মাধ্যমে যেকোনো ফাইল কে পিডিএফ এ রুপান্তর করা যায়।আমরা চাইলেই খুব সহজেই কাজটি করতে পারি।

       আপনার কাঙ্ক্ষিত কোনো লেখা বা ছবির ফাইল টিকে পিডিএফ এ রুপান্তর করতে চাইলে সেই ফাইল এ ডান ক্লিক করে প্রিন্ট চাপুন।এরপর প্রিন্টার এর তালিকা থেকে মাইক্রোসফট
প্রিন্ট টু পিডিএফ নির্বাচন করে আবার প্রিন্ট চাপলে পিডিএফ হয়ে যাবে।

প্রিন্টার এর তালিকায় মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ যদি না দেখতে পান,তাহলে হয়তো এটি আপনার উইন্ডোজ এ disable করা আছে। এটি জানতে স্টার্ট মেনু থেকে সেটিং এ ক্লিক করুন।সেটিংস্‌ এর ডিভাইস এ ক্লিক করুন।এরপর তালিকার printer & scanners এ ক্লিক করলে Printers এ  যুক্ত থাকা প্রিন্টার গুলো দেখা যাবে।যদি দেখা না যায় তবে একে Enable করতে হবে।এর জন্য স্টার্ট মেনু তে গিয়ে Turn Windows Features on or off টাইপ করুন। এরপর উইন্ডোজ features এ ক্লিক করুন।তালিকার Microsoft Print to PDF এ টিক দিয়ে ওকে করুন। কম্পিউটার বন্ধ করে পুনরায় খুলুন।ব্যস কাজ শেষ।এখন থেকে আপনি যেকোনো ফাইল কে পিডিএফ এ সহজেই রুপান্তর করতে পারবেন।

আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।

মোঃ সাদিক হাসান।

No comments

Powered by Blogger.