Microsoft Office এ ফাইল সেভ হবে একা একাই...
আসসালামু আলাইকুম।
টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা
করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক.........
Tech Trick Bangla |
বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি কোম্পানি গুলোর
মধ্যে মাইক্রোসফট অন্যতম। অফিস এর যাবতীয় কাজে আমরা মাইক্রোসফট অফিস ব্যবহার করে
থাকি।ধরুন,কখনো কোন কাজ করতে করতে লোড-শেডিং
হল বা অন্য কোনো কারনে আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেল। এমএস ওয়ার্ড এ শেষবারের মত
ফাইল সেভ করতেও ভুলে গেছেন।এমন ঘটনা ঘটলে তো ঝামেলা হওয়ারই কথা।
আপনি ভাবছেন তাহলে আর কি করব।ফাইল যদি একা একা
সেভ হতো তাহলে ভালোই হতো তাই না।
হ্যা,আপনি
চাইলে ফাইল একা একা সেভ হবে।এমএস অফিস ২০০৭ এ বিশেষ এক অটোরিকভারি সুবিধা রাখা
হয়েছে।যা আপনার লিখিত ফাইলকে নির্ধারিত সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে
রাখবে।সাধারনত এমএস অফিস ২০০৭ এ স্বয়ংক্রিয়ভাবে ফাইল সংরক্ষণ এর জন্য ১০ মিনিট
নির্ধারন করা থাকে।আপনি চাইলে নিজের পছন্দমতো সময় দিতে পারেন।
কাজটি করার জন্য-
১. স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট
অফিস ওয়ার্ড প্রগ্রামটি চালু করুন।
২. ডানে ওপরের দিকে অফিস মনোগ্রামে (লোগো) ক্লিক
করে আবার ওয়ার্ড অপশন (Word
Option) এ ক্লিক করুন।ডান পাশের তালিকা থেকে Advanced-এ
ক্লিক করুন।
৩. এবার ডান পাশের তালিকা থেকে সেভ (Save) এ
ক্লিক করুন।এখানে Save AutoRecover Information Every এর
ঘরে আপনার সুবিধামতো সময় ঠিক করে দিন।
ব্যস কাজ শেষ।এই নিয়মে অফিস এ থাকা সব প্রোগ্রাম এ একই
সুবিধা পাওয়া যাবে।
বিঃদ্রঃ অফিস এর পরের সংস্করন গুলোতেও এই
সুবিধাটি পাওয়া যাবে।সেই গুলো থেকে Save AutoRecover
Information Every অফশনটি খুজে বের করতে হবে।
আজ
এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং
সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।
No comments