Windows এ Sleep mode সমস্যার সমাধান...

আসসালামু আলাইকুম।
টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক.........


     উইন্ডাজে অপারেটিং সিস্টেমের ভালো একটা সুবিধা হচ্ছে কম্পিউটারকে ঘুম পাড়িয়ে (Sleep) পরবর্তী সময়ে আবার কাজ করানো যায়। বারবার কম্পিউটার বন্ধ বা চালু করার চেয়ে এটা ভালো। বিশেষ করে ল্যাপটপ কম্পিউটারে এই সুবিধা বেশ কাজে লাগে। অনেক ক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতেও ভূমিকা রাখে। কিন্তু এমন অনেক কম্পিউটারে স্লিপ চালু করে রাখলেও সেটি ঠিক ভাবে কাজ করে না। কখনো হুট করে জেগে উঠতে পারে।কোনো কাজ না করেই।

এ সমস্যা সমাধানের জন্য নিচের ধাপ-সমূহ অনুসরন করুনঃ-

১। স্টার্ট মেনুতে গিয়ে cmd.exe লিখে এন্টার করুন।

২। এবার এখানে powercfg -lastwake লিখে এন্টার করুন। শেষ কবে কম্পিউটার স্লিপে গিয়েছিল সেটি দেখাবে। 

৩। যদি কোনো কিছু না দেখায় তাহলে এবার powercfg -devicequery wake_armed কমান্ড প্রয়োগ করুন। ফলে কোন কোন যন্ত্রাংশ থেকে স্লিপে নেওয়া হয়েছে সেটি দেখাবে। এবার স্টার্ট থেকে Run-এ devrmgmt.msc লিখে এন্টার চাপুন।

৪। ডিভাইস ম্যানেজার চালু হলে কমান্ড প্রম্পটে পাওয়া যন্ত্রাংশ খুঁজে নিন। যদি কি-বোর্ডে হয় তবে কি-বোর্ডে ডান ক্লিক করে Properties-এ যান।
 
৫। এবার Power Management tab-এ গিয়ে Allow this device to wake the computer এ থাকা টিকচিহ্ন তুলে দিয়ে OK করুন। এভাবে কমান্ড প্রম্পটে পাওয়া যন্ত্রাংশে একইভাবে Properties-এ গিয়ে পরের কাজগুলো করে নিন।

আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।

মোঃ সাদিক হাসান।

No comments

Powered by Blogger.