প্রোগ্রাম খুলুন কি-বোর্ড শর্টকাট এর মাধ্যমে...


আসসালামু আলাইকুম।

টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক.........


how to open program with keyboard shortcuts,how to launch a program using keybord shortcuts,how to open app with keyboard shortcuts,how to open software with keyboard shortcuts,how to create keyboard shortcuts,keyboard shortcut keys,all program shortcut key,how to create keyboard shortcuts in windows 10,how to create shortcut key to any program,secret keyboard tricks


উইন্ডোস অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে কোনো প্রোগ্রাম চালু করতে হলে স্টার্ট মেনু বা ডেস্কটপ থেকে খুজে নিতে হয়।আমরা চাইলেই কি-বোর্ড শর্টকাট এর মাধ্যমে কাঙ্ক্ষিত প্রোগ্রামটি  অতি দ্রুত ওপেন করতে পারি।

যেমন ধরুন,
আপনি ফায়ারফক্স ব্রাউজার টি Ctrl + Alt + F কি বোর্ড শর্টকাট এর মাধ্যমে ওপেন করবেন। তাহলে-

১। ফায়ারফক্স আইকন এর উপর ডান ক্লিক করে প্রপার্টিজ খুলুন।

২। এরপর শর্টকাট কি তে কি-বোর্ড থেকে Ctrl + Alt + F চেপে দিয়ে ওকে করুন (right click>>Shortcut key>> Ctrl + Alt + F>>Ok)

এখন থেকে যখনই কি-বোর্ড থেকে এই তিনটি কি চাপবেন ,তখনই ফায়ারফক্স সরাসরি ওপেন হবে।আপনার সুবিধা মতো কি-বোর্ডের অন্যান্য কি-গুলোর সমন্বয়ে শর্টকাট-কি বা হট-কি নির্ধারন করতে পারবেন।

আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।

মোঃ সাদিক হাসান।

No comments

Powered by Blogger.