কি-বোর্ডের কোনো কি নষ্ট হলে...


আসসালামু আলাইকুম।

টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা করি ভালো আছেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রিক.........


Tech Trick Bangla

অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যেতে পারে।তখন অনেক সমস্যায় পরতে হয়।যেমনঃকারো ইমেইল এড্রেস অথবা পাসওয়ার্ড এ যদি E থাকে এবং যদি E বাটনটি নষ্ট হয় তাহলে কি-বোর্ড দিয়ে E লিখা যায় না।তাতে অনেক সমস্যা হয়।এর একটা সমাধান হল অন স্কিন কি-বোর্ড ব্যবহার করা।কিন্তু এতে অনেক সময় ব্যয় হয় এবং বিরক্ত তৈরি হয়।


   তবে ছোট একটি মজার সফটওয়্যার ব্যবহার করে সহজেই এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। সফটওয়্যারটির নাম হল শার্প-কি(sharp key)এই শার্প-কি সফটওয়্যার এর মাধ্যমে কি-বোর্ডের বোতাম গুলো পরিবর্তন করা যায়। অর্থাৎ এ প্রক্রিয়ায় কি-বোর্ডের E বোতাম নষ্ট হলে অন্য বোতামকে E বাটন এ রুপান্তর করতে পারেন (যে বোতামটি কি-বোর্ডে একাধিক আছে সেটি ব্যবহার করতে পারেন)

শার্প-কি সফটওয়্যারটি ইন্সটল করে From Key তে কোন কি চেপে (যে কি-টি ভাল আছে) এবং To Key তে নষ্ট কি-টি (নষ্ট কি E হলে E ) চেপে ওকে করুন।তাহলে অন্য কি টি E তে পরিবর্তন  হয়ে যাবে।


আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।


No comments

Powered by Blogger.