কম্পিউটার বন্ধ করুন স্বয়ংক্রিয়ভাবে...
আসসালামু আলাইকুম।
টেকট্রিকবাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আশা করি ভালো আছেন।চলুন
তাহলে শুরু করা যাক আজকের ট্রিক.........
Tech Trick Bangla |
ইন্টারনেট থেকে বড় আকারের কোনো ফাইল নামাতে গিয়ে (অর্থাৎ ডাউনলোড) অনেক সময় অপেক্ষা করতে হয়।ডাউনলোড শেষ হলে তবেই কম্পিউটার বন্ধ করতে হয়।সাধারনত কোনো ফাইল ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত কম্পিউটার বন্ধ করার উপায় থাকে না।যারা নির্দিষ্ট সময় পরে কম্পিউটার বন্ধ করতে চান,তারা খুব সহজেই কাজটি করতে পারেন।
ধাপ-সমূহঃ-
এ কাজটি করতে চাইলে
প্রথমে ঠিক করুন কত সময় পর কম্পিউটার বন্ধ
করবেন।এবার আপনার কাঙ্ক্ষিত সময় টিকে সেকেন্ড এ হিসেব করুন।(যেমনঃ ১০ মিনিট = ১০x৬০=৬০০
সেকেন্ড)।
১। ডেস্কটপে গিয়ে ডান ক্লিক
করে নিউ থেকে শর্টকাট খুলুন।(Right
Click>>New>>ShortCut.)
২। এবারে নতুন উইন্ডোতে টেক্সট বক্সে SHUTDOWN –s-t 600 লিখুন।
৩। এবারে Next ও Finish এ ক্লিক করে বের হয়ে আসুন।
৪। এখন ডেস্কটপে শাটডাউন
নামে একটি শর্টকাট ফাইল তৈরি হবে।ওই শর্টকাট এ ক্লিক করলেই ৬০০ সেকেন্ড বা ১০
মিনিট পর কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে।
আপনি চাইলে শর্টকাট বানানোর সময়
SHUTDOWN –s-t 600 এ s এর
জায়গায় r লিখলেই যে শর্টকাটটি তৈরি হবে সেটি
দিয়ে কম্পিউটার আবার চালুও করা যাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।
আজ
এই পর্যন্তই ।আবারো নতুন কোনো ট্রিক নিয়ে হাজির হবো ইনসাআল্লাহ।সাথেই থাকবেন এবং
সুস্থ থাকবেন।।আল্লাহ হাফেজ।।
মোঃ সাদিক হাসান।
No comments